বিমানবন্দরের সামনে দুপুর থেকে বসে কাঁপছিলেন এক মহিলা, সন্ধ্যায় উদ্ধার মৃতদেহ

গড়িয়া, গৌরিবাড়ির পর এবার এয়ারপোর্ট। আজ সন্ধ্যায় দমদম বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছেই এক মহিলার মৃতদেহ উদ্ধার করল এয়ারপোর্ট থানার পুলিস।
এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছে বছর ৪৫ বয়সের এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিস। স্থানীয়দের দাবি, বেশ কিছুক্ষণ ধরে রাস্তায় পড়ে কাঁপছিলেন ওই মহিলা। তা দেখেই স্থানীয়রা প্রথমে জল দেয়। 

এরপর এয়ারপোর্টে ট্রাফিক গার্ডকে সমস্ত ঘটনা জানানো হয়। ট্রাফিক গার্ডের তরফে এরপরে খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানায়। অভিযোগ, থানায় খবর দেওয়া হলেও পুলিস আসতে দেরি করে।

দীর্ঘক্ষন বসে থাকতে থাকতে শুয়ে পড়েন মহিলা। তারপরেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়দের দাবি, এ দিন বিকেল ৩টে থেকে ওই মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। সন্ধ্যার পর মৃতদেহ উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিস।

পুলিস সূত্রের খবর, করোনা ভাইরাসে মৃত্যু হতে পারে। পুলিকে খবর দেওয়ার পরেও পুলিস কেন আসতে দেরি করল তা নিয়েও উঠছে প্রশ্ন।

©Zee_24_ghanta
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours