বছরের প্রথম ইলিশ জেগেছে বাজারে। ইলিশ মাছ সাজিয়ে বসে আছেন মাছ বিক্রেতারা। কিন্তু দেখা মিলছেনা তেমনভাবে ইলিশের ক্রেতার।
এই বছর লকডাউন ও আমফান জর্জরিত মানুষ। তাই, ইলিশ ক্রেতার দেখা কতটা মিলবে, তা নিয়ে বেশ চিন্তিত বিক্রেতারা। বিক্রেতাদের বক্তব্য, গত বছরের তুলনায় চাহিদা প্রায় নেই বললেই চলে।
এখন বাজারে ছোট ইলিশ এসেছে। সঙ্গে কিছু ভালো সাইজের বড়ো ইলিশ ও আছে। দাম ৫০০-১২০০ টাকা। কিছুদিনের মধ্যে প্রচুর পরিমানে বড়ো ইলিশ আসবে বলে জানাচ্ছেন মাছ বিক্রেতারা।
এদিকে লকডাউনে প্রকৃতি দূষণ কমার সঙ্গে সঙ্গে গঙ্গার জলের মানও উন্নত হয়েছে। তাই এই মিঠে জল খেতে আসা ইলিশের স্বাদ এবার ভালো হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সঙ্গে, ৩ মাস বন্ধ ছিল মাছ ধরা। ফলে খোকা ইলিশ এবার ধরা হয়নি। ইলিশের প্রজনন ও বেড়েওঠার জন্য পর্যাপ্ত সময় পাওয়া গেছে।
প্রায় কোনো ক্রেতা-ই খুববেশি খোঁজ নিচ্ছেন না ইলিশের। ফলে বড় ইলিশ আসলে আদতে কজন ক্রেতা ইলিশ কিনবেন তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা।
তাই এবছর বড় ওজনের ইলিশ মাছ বেশি পাওয়া যাবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। তাও মরশুমের প্রথমে ইলিশ বিক্রির হাল দেখে মাথায় হাত ইলিশ বিক্রেতাদের।
Post A Comment:
0 comments so far,add yours