চিনের হোউ ইফান মাথা নিচু করলো ভারতের মেয়ের কাছে। বিশ্বের দুনম্বর হাম্পি হারিয়েছেন হোউ ইফানকে। ইনি এখন বিশ্বের শ্রেষ্ঠ মহিলা দাবারু। হাম্পির কাছে তিনি হেরেছেন ৬-৫ এ।
আরেকটি সেমিফাইনালে খেলবেন ইরানের সারসাদত খাদেমলশরিয়া ও রাশিয়ার আলেসান্দ্রা কোস্তেনিয়ুক। ওই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে ২০শে জুলাই ফাইনাল খেলবেন হাম্পি।
রাশিয়ার ভ্যালেন্টিনা গুনিনাকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন হাম্পি। এই টুর্নামেন্টে হাম্পি লাগাতার ভাল পারফর্ম করেছেন। কোয়ার্চার ফাইনালেও তিনি ৬-৫ এ জিতেছিলেন।
হাম্পি জিতলেও ভারতের আরেক দাবারু হরিকা দ্রোণবল্লী কোয়ার্টার ফাইনালে হেরেছেন। রাশিয়ার আলেসান্দ্রা কোস্তেনিয়ুকের কাছে তিনি হেরেছিলেন ৯-৩ এ।
Post A Comment:
0 comments so far,add yours