সারা দেশের কোথাও গোষ্ঠী সংক্রমণের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ হয়নি বলে দাবি করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু কেরলের কিছু এলাকায় করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে জানালেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
বিশেষ করে রাজধানী তিরুঅনন্তপুরমের পরিস্থিতি উদ্বেগজনক। সেখানকার উপকূলবর্তী এলাকাগুলিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে প্রশাসনের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে শুক্রবারের আগে পর্যন্ত কেরলে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ছিল ১০২৭৫টি, মৃত্যু হয়েছে ৩৭ জনের। আজ সংখ্যাটা বেড়ে হয়েছে ১১০৬৬। অ্যাকটিভ কেস ৬০২৯টি।
পুল্লুভিলা ও পোনথুরা এলাকায় গোষ্ঠী সংক্রমণের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় শনিবার থেকে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে।
উল্লেখ্য, করোনা মোকাবিলায় মডেল হয়ে গোটা দেশের মধ্যে প্রশংসা কুড়িয়েছিল কেরল। এখন সেখানেই গোষ্ঠী সংক্রমণের খবর প্রকাশ্যে আসতে উদ্বেগ বেড়েছে স্বাভাবিকভাবেই।
বস্তুত কেরালায় ব্যাপকভাবে টেস্ট শুরু হয়েছে, এতেই উপকূলবর্তী এলাকাগুলিতে গোষ্ঠী সংক্রমণের বিষয়টি সামনে উঠে এসেছে।
উল্লেখ্য, করোনা মোকাবিলায় মডেল হয়ে গোটা দেশের মধ্যে প্রশংসা কুড়িয়েছিল কেরল। এখন সেখানেই গোষ্ঠী সংক্রমণের খবর প্রকাশ্যে আসতে উদ্বেগ বেড়েছে স্বাভাবিকভাবেই।
Post A Comment:
0 comments so far,add yours