২ এবং ৯ অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন হচ্ছে না৷ মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখে সম্পূর্ণ লকডাউনের সূচিতে বদল করল রাজ্য সরকার৷ ট্যুইট করে এ খবর জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর৷ ওই দু' দিন বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অগাস্ট মাসের মোট সাতদিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকছে৷


রাজ্য সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী- ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ অগাস্ট রাজ্যে 'কমপ্লিট লকডাইউন' থাকছে৷ ২ ও ৯ অগাস্ট রবিবার পড়েছে৷ এই দু' দিন রাজ্যে 'কমপ্লিট লকডাউনের' সিদ্ধান্ত প্রত্যাহার করা হল বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর৷ পূর্ব ঘোষণা মতো বুধবার ২৯ জুলাইও রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকছে৷

স্বরাষ্ট্র দফতর ট্যুইটারে জানিয়েছে, এ দিন লকডাউনের সূচি ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে ২ এবং ৯ অগাস্ট সম্পূর্ণ লকডাউন না করার জন্য অনুরোধ ও আবেদন আসছিল৷ কারণ ওই দু'টি দিনই কয়েকটি ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান রয়েছে৷ সেই কারণেই ২ এবং ৯ অগাস্ট সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হল৷ মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য স্বরাষ্ট্র দফতর জানিয়েছে৷

৫ অগাস্ট (বুধবার) ছাড়া ৮ অগাস্ট (শনিবার), ১৬ অগাস্ট (রবিবার), ১৭ অগাস্ট (সোমবার), ২৩ অগাস্ট (রবিবার), ২৪ অগাস্ট (সোমবার) এবং ৩১ অগাস্ট (সোমবার) রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকছে৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours