সম্প্রতি এ রকমই এক ঘটনার সাক্ষী হল আমেরিকার মার্টল সমুদ্র সৈকত। দক্ষিণ ক্যারোলিনার বাসিন্দা কেলি বারবেজ ক্যামেরাবন্দি করেছিলেন সেই দৃশ্য। তা ফেসবুক গ্রুপে ছড়াতেই ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো নিজেদের টুইটার হ্যান্ডল থেকে আপলোড করেছে ট্র্যাকিং শার্ক। যা ইতিমধ্যেই দেখেছেন সাড়ে ১৫ লক্ষেরও বেশি জন।
তবে ওই শিকারি পাখিটি কী? সেই ব্যাপারটা পরিষ্কার নয়। কেলি যেমন লিখেছিলেন, ‘‘ঈগল না শকুন?’’ ট্র্যাকিং শার্ক-ও হাঙর ধরে নিয়ে যাওয়া শিকারি পাখির পরিচয় কেউ জানেন কি না, তা জিজ্ঞাসা করেছে নিজেদের পোস্টে। এক দল পক্ষী বিশেষজ্ঞ বলছেন, হাঙর ধরা ওই শিকারি পাখিটি ওসপ্রে প্রজাতির। তবে ভিডিয়োটি যে সবাইকে চমকে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
Post A Comment:
0 comments so far,add yours