সারা দিনই বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে। এর সঙ্গেই জুড়তে চলেছে ঘূর্ণাবর্তের শক্তি। আর এর প্রভাবেই রাজ্যে বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে, বলছেন আবহবিদরা।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ সোমবারও বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে ।উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।ঠিক কী কারণে ভারি বৃষ্টির পূর্বাভাস? আবহাওয়া দফতর বলছে, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশার দক্ষিণ উপকূলে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবতটি যে নিম্নচাপ তৈরি করেছে তাই বর্ষণের তীব্রতা বাড়াবে, অনুমান আবহবিদদের।
News18 Hindi
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে ।নিম্নচাপের জেরে হালকা-মাঝারি বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গেই ।কলকাতায় সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি । কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours