হঠাত করে কেন আত্মহত্যা করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। মাত্র ৩২ বছরে নিজের জীবন শেষ করে দিলেন জনপ্রিয় মারাঠি অভিনেতা আশুতোষ বাকরে। বুধবার মহারাষ্ট্রের নানদেড়ের বাড়িতেই আত্মহত্যা করেন আশুতোষ।

পুলিস ইন্সপেক্টর অনন্ত নারুথে জানান, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ আশুতোষ বাকরের মৃত্যুর খবর আসে। নিয়ম মেনে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আশুতোষের বাবার সঙ্গেও বলা হয়েছে কথা। তবে আত্মহত্যার জন্য ওই মারাঠি অভিনেতা কাউকে দায়ি করেননি। ফলে সমস্ত দিক পুলিস খতিয়ে দেখতে শুরু করেছে বলে খবর।

তবে বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন আশুতোষ। অবসাদের জেরেই কি নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন মারাঠি অভিনেতা! তা খতিয়ে দেখছে পুলিস। তবে অবসাদের জেরে আশুতোষ কোনও চিকিতসকের পরামর্শ নিচ্ছিলেন কি না কিংবা ওষুধ খাচ্ছিলেন কি না, সে বিষয়েও জানা যায়নি কিছু। পাশাপাশি আশুতোষের অভিনেত্রী স্ত্রী ময়ূরী দেশমুখও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours