দেশে মোট সংক্রমিত ১২ লক্ষেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত একদিনে এত মানুষ সংক্রমিত হওয়ার রেকর্ড নেই।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশের করোনা আক্রান্তেরে সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে ৪৫ হাজার ৭২০ জন সংক্রমিত হয়েছেন। এখনও পর্যন্ত একদিনে এত মানুষ সংক্রমিত হওয়ার রেকর্ড নেই।
এদিন দেশের মোট সংক্রমিতের সংখ্যা ১২ লক্ষ ছাড়িয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৪ লক্ষ ২৬ হাজার ১৬৭ জন। মৃত্যু হয়েছে ১১২৯ জনের।
গত চব্বিশ ঘণ্টায় কেবল মহারাষ্ট্রতেই করোনায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৫৭৬ জন। সেই তুলনায় রাজধানী দিল্লির অবস্থা অনেকটাই আশাপ্রদ। সেখানে শেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার জন।
চাপ বাড়াচ্ছে দক্ষিণের দুই রাজ্য। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। অন্ধ্রে শেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। তামিলনাড়ুতেও এই সময়ে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৪৯ জন।
বুধবার নতুন করে করোনা পরীক্ষা হয়েছে অন্তত সাড়ে তিন লক্ষ মানুষের। এ যাবৎ দেশে করোনা পরীক্ষা হয়েছে দেড় কোটি মানুষের। পরীক্ষার হার প্রতি ১০ লক্ষে ১১ হাজার।
দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লক্ষ ৮২ হাজার ৬০৬ জন করোনা রোগীষ। শুধুমাত্র গতকালই সুস্থ হয়ে ফিরেছেন ২৯ হাজার৫৫৭ জন
Post A Comment:
0 comments so far,add yours