#মুম্বই: সুখবরটা যে খুব তাড়াতাড়ি আসছে ৷ তা কয়েক মাস আগেই শেয়ার করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ লকডাউনের মধ্যেই বিয়েটাও সেরে ফেলেছিলেন বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ৷ আর সেদিনই জানিয়েছিলেন, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা ৷ বৃহস্পতিবার ৩০ জুলাই সুখবরটা এল মুম্বইয়ের পান্ডিয়া পরিবারের তরফ থেকে ৷ বাবা হলেন হার্দিক ৷ পুত্র সন্তানের জন্ম দিলেন স্ত্রী নাতাশা ৷ ইনস্টাগ্রামে ছেলের ছবি শেয়ার করে সুখবরটা নিজেই জানান হার্দিক ৷
হার্দিক জানিয়েছেন, মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছেলের হাতে হাত রেখে ছবি পোস্ট করে জীবনের সেরা মুহূর্ত শেয়ার করলেন ভারতীয় অলরাউন্ডার। এর আগে গত ৩১ মে হার্দিক-নাতাশা জুটি তাঁদের সন্তান আসার সুখবর দিয়েছিলেন। সবাইকে অবাক করেই করোনার মাঝে ঘরোয়া রীতি মেনে বিয়ে সেরে ফেলেছিলেন এই হট কাপল। নিজেদের বিয়ে নিয়ে সেভাবে কোনও প্রচারই করেননি হার্দিক ও নাতাশা ৷ প্রেগন্যান্ট অবস্থায় হার্দিককে নিয়ে শুধু কিছু ফটোশ্যুট করেছিলেন নাতাশা ৷ সেগুলি সোশ্যাল মিডিয়ায় ভালমতোই ছড়িয়ে পড়ে ৷
নিউ ইয়ারের দিন দুবাইয়ে সমুদ্রের মাঝে লাক্সারি ইয়ট ভাড়া করে নাতাশাকে প্রেম নিবেদন করেছিলেন হার্দিক। শেষপর্যন্ত করোনার জেরে লকডাউনে তাঁদের বিয়েটা হয়তো খুব ধুমধাম করে হয়নি ৷ বৃহস্পতিবার পুত্র সন্তান হওয়ার সুখবর দেন হার্দিক ৷
Post A Comment:
0 comments so far,add yours