মঙ্গলবার স্বামী-স্ত্রী-র মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয় ৷ রাগের মাথায় ছুরি দিয়ে স্ত্রী-র গলা কেটে তাঁকে হত্যা করে নাগারজু ৷
৩০ বছর বয়সেই ৯ বার বিয়ে করা হয়ে গিয়েছিল মহিলার ৷ কিন্তু তাতেও শান্তি ছিল না সংসারে ৷ শেষপর্যন্ত নিজের নবম স্বামীর হাতেই খুন হতে হল স্ত্রী-কে ৷
সংবাদপত্র ‘দ্য হানস ইন্ডিয়া’-র খবর অনুযায়ী হায়দরাবাদের পাহাড়ি শরিফ পুলিশ স্টেশন এলাকার ঘটনা ৷ স্ত্রী-এর অন্য কোনও যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে ৷ এমনটা জানতে পেরেই স্ত্রী-কে খুন করার পরিকল্পনা করেন স্বামী ৷ অভিযুক্তের নাম নাগারাজু বলে জানিয়েছে পুলিশ ৷ কুর্নুল জেলার জলপল্লির বাসিন্দা ৷ থাকত শ্রীরামা কলোনিতে ৷ ক্যাব ড্রাইভার হিসেবেই কাজ করত তিনি ৷
ভারালক্ষ্মীর সঙ্গে নাগারাজুর পরিচয় হয়ে কাটেডান শিল্পাঞ্চলের একটি পেট্রোল বাঙ্কে কাজ করার সময় ৷ সেখানেই প্রেম ৷ তারপর দু’জনে বিয়ে করার সিদ্ধান্ত নেন ৷ দু’বছর আগেই নিজের আগের স্বামী এবং ছেলেকে ছেড়ে দিয়ে নাগারাজুকে বিয়ে করেন ভারালক্ষ্মী ৷ কিন্তু নতুন সংসারেও মানিয়ে নিতে পারেননি তিনি ৷ নাগারাজুর সঙ্গে তাঁর অশান্তি লেগেই থাকত বলে জানা গিয়েছে ৷ এরপর একাধিক যুবকের সঙ্গে তাঁর মেলামেশা চলতে থাকে বলে অভিযোগ ৷ যা করতে স্ত্রী ভারালক্ষ্মীকে অনেকবার বারণও করেছিল নাগারাজু ৷ কিন্তু তিনি তা শোনেননি ৷
শেষপর্যন্ত মঙ্গলবার স্বামী-স্ত্রী-র মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয় ৷ রাগের মাথায় ছুরি দিয়ে স্ত্রী-র গলা কেটে তাঁকে হত্যা করে নাগারাজু ৷ এরপর নিজে গিয়েই পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করে সে ৷
Post A Comment:
0 comments so far,add yours