করোনা আবহের পরিস্থিতিতে বিশ্বের যখন বেহাল অবস্থা ঠিক অন্যদিকে সম্পদের প্রাচুর্য ফুলে-ফেঁপে উঠেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ অম্বানির। মোট সম্পদের নিরিখে বিশ্বের সবচেয়ে ধনীতম ব্যক্তি ছিলেন বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেট। কিন্তু এইবার তাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানি। বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস এর সপ্তম তম তালিকায় জায়গা করে নিলেন তিনি।
ফোর্বস রিয়েল-টাইম বিলিয়নরস এর র্যাঙ্কিং অনুযায়ী আম্বানির মোট সম্পদের পরিমাণ ৭০.১ বিলিয়ন মার্কিন ডলার। এমনকি গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও স্যারজি ব্রিনের থেকেও বেশি। যদিও ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুসারে মুকেশ অম্বানির মোট সম্পদের পরিমাণ ৬৮.৩ বিলিয়ন মার্কিন ডলার। লকডাউনে যখন বিভিন্ন শিল্প সংস্থায় তালা পড়ার পরিণতি সেখানে মুকেশ অম্বানির সম্পদ ফুলে-ফেঁপে ওঠার পেছনে মূল ভূমিকা নিয়েছে জিও প্ল্যাটফর্ম। ১৫ বিলিয়ন মার্কিন ডলার এসেছে এই সংস্থা থেকে।লগ্নিকারীদের তালিকায় আছে- ফেসবুক, ইন্টেল ক্যাপিটাল ও আবুধাবি ইনভেস্টমেন্ট গ্রুপের মতো বড় নামী সংস্থা। গত মার্চে রিলায়েন্স শেয়ারের কিছুটা পতন নামলেও এরপর কয়েক মাসে তার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বৃদ্ধির নয়া রেকর্ড গড়ে তুলল আম্বানির প্ল্যাটফর্ম। সেখানে প্রায় সংস্থা শেয়ারের দর ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে ও সংস্থার বাজার মূল্য বেড়ে ১২ লক্ষ কোটি টাকার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। অম্বানি বলেছে জিও শেয়ার বিক্রি করে ২০২০ সালের মধ্যে সম্পূর্ণ ঋণ মুক্ত হওয়ার সংকল্প গ্রহণ করেছে।
Post A Comment:
0 comments so far,add yours