তারকার অকাল প্রয়াণে রীতিমত শোকের ছায়া নেমেছে পরিবার থেকে শুরু করে ভক্তদের মাঝেও ৷ কেউই কোনও ভাবেই ব্যাখ্যা করতে পারছেন না সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মর্মাহত হয়েছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ ধোনির বায়োপিক এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে ধোনির ভূমিকায় অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন সুশান্ত ৷
মঙ্গলবার মহেন্দ্র সিং ধোনি তাঁর ৩৯ তম জন্মদিন পালন করছিলেন ৷ তিনি ফের একবার সুশান্তি সিং রাজপুতকে স্মরণ করছিলেন ধোনি ৷ ধোনি কোনও ভাবেই মানতে পারছেন না সুশান্ত সিং রাজপুত আর নেই ৷ তাঁর স্মৃতিতে ধোনি জানিয়েছেন এমএস ধোনি দ্য আনটোল্ট স্টোরি বায়োপিক সুপারহিট করতে কোনও রকমের সুযোগ হাতছাড়া করেননি সুশান্ত ৷ ছবি দেখে দর্শকেরা যাতে নিরাশ না হন তাই নিরন্তর প্রচেষ্টা করতেন ৷ ধোনি চরিত্র ফুটিয়ে তুলতে ধোনি মনস্তত্ব বুঝতে হবে তাই প্রতিবারই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা হলেই লম্বা প্রশ্নের তালিকা নিয়ে হাজির হতেন সুশান্ত ৷
একটি সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুত জানিয়েছিলেন ধোনি চরিত্রে অভিনয় করার জন্য বেশ কয়েকটি ভিডিও তিনি খুঁটিয়ে দেখেছিলেন, প্রাথমিক ভাবে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর তিনবার দেখা হয়েছিল ৷ প্রথমবার দেখা হওয়ার পরে সুশান্ত সিং রাজপুত ধোনিকে বলেছিলেন নিজের সম্পর্কে বলতে সুধুই শুনেছিলেন সুশান্ত৷ দ্বিতীয় সাক্ষাতে সুশান্ত শুধুই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ৷ তৃতীয়বার ধোনি-সুশান্তের শ্যুটিং শুরুর আগে দেখা হয়েছিল ৷ যেখানে ধোনির রূপে সুশান্ত দেখা করেছিলেন ৷ চিত্রনাট্য দেখে ধোনি সন্তুষ্ট হয়েছিলেন ও ভরসা পেয়েছিলেন যে তাঁর চরিত্রের প্রতি সুশান্ত সিং রাজপুত সুবিচার করবেন ৷
ধোনির সঙ্গে বেশি সময় অতিবাহিত করেননি সুশান্ত সিং রাজপুত ৷ দেখা হলেই দু'জনের মধ্যে বেশ চর্চা হয়েছে ৷ এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরির ট্রেলার দেখে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন সুশান্ত খুব ভাল কাজ করেছেন ৷ সুশান্তের জন্য অত্যন্ত কঠিন কাজ ছিল কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজটি করেছেন তিনি ৷ ছবিটি বক্স অফিসে ২০০ কোটির বেশি টাকার ব্যবসা করেছে ৷
© News18 Bangla
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours