আজ ৬/৭/২০২০ সকাল ১১.৩০ মিনিট নাগাদ কাকদ্বীপ মৎস্যবন্দরে হঠাৎই একটি ট্রলারে আগুন লাগে৷
এম.ভি. মা তারা নামে ট্রলারটি যখন খালি অবস্থায় খালের মধ্যে প্রবেশ করছিল ঠিক তখনই
হাইটেনশন তারে ট্রলারের ওয়্যারলেশ টাওয়ারের সংঘর্ষ হয়৷তার ফলে আগুন লাগে৷দমকলের
একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে এনেছে৷ঘটনায় আহত অবস্থায় একজন মাঝিকে
কাকদ্বীপ মহকূমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
Post A Comment:
0 comments so far,add yours