করোনা আবহে এখন দু’টো জিনিসের চাহিদা সবচেয়ে বেশি ৷ সেটা হল, ১. মাস্ক এবং ২. হ্যান্ড স্যানিটাইজার ৷ সুরক্ষার জন্য যা যা সম্ভব সবই মেনে চলার চেষ্টা করছেন অধিকাংশ মানুষ ৷
শুরু শুরুতে চাহিদা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার বাজারে সেভাবে পাওয়া যাচ্ছিল না ৷ কোথাও কোথাও অনেক বেশি দামেও বিক্রি করা হচ্ছিল স্যানিটাইজার ৷ কিন্তু তারপর কিছুদিন যাওয়ার পর থেকেই মানুষের চাহিদার কথা মাথায় রেখে বাজারে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারের ছড়াছড়ি।
সুপারমার্কেট থেকে শুরু করে ছোট, বড় সব দোকান ৷ এমনকী, রাস্তায় হকাররাও নিয়ে বসছেন হ্যান্ড স্যানিটাইজার ৷ মানের বিচারে সেগুলি কতটা ভাল ? জানা নেই কারোরই ৷
স্বাস্থ্য মন্ত্রকের তরফে এবার সাফ জানানো হল, বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিৎ নয় ৷ শনিবার মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আর কে ভার্মা বলেন, ‘‘ এমন সংক্রমণ যে হবে, তা কেউ ভাবেনি ৷ তবে বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিৎ নয় ৷ ’’
তাহলে উপায় ? ভার্মার কথা, ‘‘ মাস্ক পরুন, বারবার গরম জল খান ও ভাল ভাবে হাত ধুয়ে নিন ৷ ’’ বিশেষজ্ঞদের মতে বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে ত্বক রক্ষাকারী ব্যাকটেরিয়াও মরে যায় ৷ তাই সাবান ও জল দিয়ে বারবার হাত ধুয়ে নিন ৷ কারণ এমন অনেক হ্যান্ড স্যানিটাইজার আছে ৷ যাতে নিম্নমানের অ্যালকোহল ব্যবহার করা হচ্ছে ৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours