লকডাউনের তৃতীয় পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ ৷ আর এই পর্বে বেশ কিছু জিনিসে ছাড় দেওয়া হয়েছে ৷ তার তালিকাতেই ছিল মদ ৷ কিন্তু মদ বিক্রির জন্য দোকান খুলতেই সামাজিক দূরত্ব ওঠে শিকেয় ৷ ঘণ্টার পর ঘণ্টা মানুষ লাইনে দাঁড়িয়ে মদের জন্য ভিড় করেন ৷ এরপরেই বিভিন্ন রাজ্য দোকান বন্ধ করার সিদ্ধান্তও নেয়।মহারাষ্ট্র ওয়াইন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের করা একটি আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে শীর্ষ আদালত৷ পুণে এবং নাসিকে মদের হোম ডেলিভারির অনুমতি চেয়ে এই আবেদন করা হয়েছিল৷ 


এর আগে গত মে মাসেও মদের হোম ডেলিভারি নিয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছিল৷ সেক্ষেত্রেও কোনও নির্দেশ দিতে রাজি হয়নি আদালত৷ 
সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অনলাইনে মদ বিক্রি বা মদের হোম ডেলিভারির সিদ্ধান্ত প্রত্যেকটি রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্তের উপরে নির্ভর করে৷ এ বিষয়ে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না৷

লকডাউনের মধ্যে মদের বিক্রি বন্ধ করার দাবি জানিয়ে ওই আবেদন করা হয়েছিল৷ অভিযোগ করা হয়েছিল, মদের দোকানগুলিতে সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে না৷ ফলে মদ বিক্রি বন্ধ করা হোক৷ এ বিষয়ে কোনও নির্দেশ না দিলেও সুপ্রিম কোর্ট রাজ্য সরকারগুলিকে হোম ডেলিভারি এবং অনলাইনে মদ বিক্রির উপরে জোর দিতে পরামর্শ দিয়েছিল৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours