শুধু নগদে বা নেটে দাম মেটালেই হবে না। ইন্ডেনের গ্যাসসিলিন্ডার (১৪.২ কেজির) পেতে মোবাইলে আসা ডেলিভারি অথেন্টিকেশন কোড-ও (ডিএসি) জানাতে হবে ডেলিভারি বয়কে। এ মাস থেকেই শুর হয়েছে সেই নিয়ম। সংস্থার দাবি, রান্নার গ্যাস ঠিক গ্রাহক পাচ্ছেন, সেটা নিশ্চিত করাই এর লক্ষ্য। যদিও তারা বলছে, এই নিয়ম এখনও বাধ্যতামূলক হয়নি। কিন্তু ডিলারদের দাবি, সরকারি ভাবে বলা না হলেও, কোড না- জানালে পরে ভর্তুকির টাকা পেতে বা পরের সিলিন্ডার বুক করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন গ্রাহক।
ইন্ডেন সূত্রের দাবি, প্রকৃত গ্রাহকের বদলে বেআইনি ভাবে সিলিন্ডার অন্য গ্রাহকের কাছে পৌঁছনোর অভিযোগ আসে ভুরিভুরি। অডিটের সময়েও সরকারি ভর্তুকি ঠিক গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকছে কি না, তা নিশ্চিত করার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তাই এমন পদক্ষেপ।
ইন্ডেন ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশনের (ওয়েস্ট বেঙ্গল) প্রেসিডেন্ট বিজন বিশ্বাস বলেন, ‘‘ক্যাশমেমো তৈরির পরে পাঠানো এসএমএসে ছ’সংখ্যার ডিএসি সিলিন্ডার দেওয়ার সময়ে ডেলিভারি বয়কে গ্রাহকের থেকে জেনে আসতে বলেছে ইন্ডেন। সিলিন্ডার বিক্রির তথ্যের সঙ্গেই তা সংস্থার সিস্টেমে নথিভুক্ত করতে হবে। এটা না-করলে ভর্তুকি পাওয়া ও পরের সিলিন্ডার বুক করতে সমস্যা হতে পারে। তবে অনেকেই কোড জানাতে চাইছেন না। এ নিয়ে সচেতনতা জরুরি।’’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours