"চেষ্টা করলে CORONA নিয়ন্ত্রণ সম্ভব," ধারাভী মডেলের প্রশংসা WHO প্রধানের
গাইডলাইন কড়াভাবে পালন করা হলে যে কোনও পরিস্থিতি থেকেই করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন WHO প্রধান তেদ্রোজ আধানম গেব্রেসুস। আর তারই উদাহরণ দিতে গিয়ে তুলে ধরলেন মহারাষ্ট্রের ধারাভিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণের কথা।
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে তেদ্রোজ বলেন, "স্পেন, ইতালি, দক্ষিণ কোরিয়া ও ভারতের বৃহত্তম বসতি আমাদের দেখিয়েছে যে খুব খারাপ সংক্রমণের পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানো যায়।"
বিশ্বজুড়ে গত ৬ সপ্তাহে আগের তুলনায় দ্বিগুণের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে বলে জানান হু প্রধান।
"যদিও এই নিয়ে শুধু চিন্তা করলে হবে না। কঠোরভাবে নিয়মের পালন করতে হবে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ঘুরে দাঁড়ানোই তার প্রমাণ," বলেন তেদ্রোজ।
ধারাভির প্রসঙ্গে তিনি বলেন, "নিয়মিত টেস্টিং, সচেতনতার প্রসার, ট্রেসিং, আইসোলেটিং ও চিকিত্সার মাধ্যমে ধারাভির মতো অত্যন্ত্য ঘনবসতিপূর্ণ এলাকাতেও নিয়ন্ত্রণে আনা গিয়েছে করোনা।" সঠিক সময়ে টেস্টিং, আইসোলেশন, কোয়ারেন্টিন ও দ্রুত চিকিত্সা তাই অত্যন্ত্য গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
Post A Comment:
0 comments so far,add yours