নিজের জন্মদিনে যখন ভারতের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা ও ভালোবাসা পাচ্ছেন, তখন রিটার্ন গিফট হিসেবে ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর আনলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বছরের বাকি সময়ের লক্ষ্য হিসেবে আইপিএলকেই এগিয়ে রাখলেন মহারাজ। এবং এই বছরেই আইপিএল করার ব্যাপারে আশ্বাস দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
বুধবার একটি টিভি শোয়ের আলোচনা সভায় সৌরভ আইপিএল নিয়ে ইতিবাচক বার্তা দেন। তিনি বলেন, “আমরা আইপিএল চাই কারণ জীবনকে সাধারণ স্রোতে ফিরিয়ে আনতে হবে। ক্রিকেটকে ফিরিয়ে আনতেই হবে।”সৌরভ বলেন, “মিডিয়ার কাছ থেকে অনেক কথাই শুনছি কিন্তু বোর্ডের তরফ থেকে এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু আমরা আইপিএল আয়োজন করতে চাই, আমাদের প্রথম পছন্দ ভারত। যেমন সময়সূচি পাই না কেন, ৩৫-৪০ দিনের হলেও আমরাই আয়োজন করব।”
এই আয়োজনের জন্য কলকাতা, মুম্বই, চেন্নাই ও দিল্লিকে মাথায় রেখেছেন বিসিসিআই প্রেসিডেন্ট। পাশাপাশি আমেদাবাদেও চোখ রাখছেন সৌরভ।
শেষে আবারও আশার বার্তা দিলেন সৌরভ। তিনি বলেন, “আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি এবং আশাবাদী আয়োজন করার ব্যাপারে। আইপিএল ছাড়া আমরা ২০২০ শেষ করতে চাইছি না।”
Post A Comment:
0 comments so far,add yours