চিকিৎসকরা বলছেন আমরা জিতব, করোনা হারবে। তবে হারাতে গেলে সামান্য কিছু নিয়মের কথা বারবার বলছেন ডাক্তারবাবুরাই। মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার হতে পারে করোনার বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার। করোনা ভাইরাস সংক্রমণের প্রথম দিন থেকেই জোর দেওয়া হয়েছে মাস্কের ব্যবহারে। মাস্ক নিয়ে সব কিছু জানা থাকলেও শহরের একাংশ যেন উদাসীন। শহরবাসীর কাছে এখন মাস্ক ব্যবহারের কারণ জানা থাকলেও রাস্তায় অনেকেই মাস্ক ছাড়া বেরোচ্ছেন।
কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা মঙ্গলবার ট্যুইট করে জানিয়েছেন মাস্ক পরতেই হবে। নিজের মাস্ক পরা ছবি দিয়ে সবাইকে জানালেন মাস্কের প্রয়োজনীতা। ইষ্ট ট্রাফিক গার্ডের তরফে মঙ্গলবারও দেখা গেল মাস্ক নিয়ে সচেতনতার প্রচার। লকডাউনের প্রথম দিন থেকেই মাস্ক বাধ্যতামূলক করা হয়, মাস্কের ব্যাবহার বাড়াতে বাধ্য করা হচ্ছে সবাইকেই। এতদিন পরেও মঙ্গলবার দেখা মিলল ফের অসচেতনতার ছবি। বাসের মধ্যে এক যাত্রীর মুখে মিলল না মাস্ক। কলকাতা ট্রাফিক পুলিশের ইষ্ট গার্ডের এক পুলিশ অফিসার তাকে গিয়ে মাস্ক না পরার কারণ জানতে চাইতেই শুরু করলেন মাস্কের খোঁজ। কলকাতা পুলিশ তরফে দেওয়া হল মাস্ক। শুধুই যে বাস যাত্রী তা নয়, রাস্তায় যাওয়া গাড়ির মধ্যেও দেখা গেল সেই অসচেতনতার দৃশ্য। গাড়ির মধ্যে বসে থাকা সেই ব্যক্তিদের মাস্ক পরার জন্য আবেদন করলেন ইষ্ট ট্রাফিক গার্ডের ওসি নীলেশ চৌধুরী। তিনি গাড়ি থামিয়েই দেখলেন, গাড়িতে তিনজন। মাস্ক নেই কারোর কাছেই! শুধুই যে মঙ্গলবার এই অভিযান তা নয়, প্রতিদিনই বিভিন্ন জায়গায় এই প্রচার চালানোর পরেও ফিরছে না হুশ।
Source : News18 Bangla
Post A Comment:
0 comments so far,add yours