শুক্রবারই একটি টুইট করেন আইনজীবী সীমা সম্বৃদ্ধি। যেখানে তিনি লিখেছেন, ''মাননীয় প্রধানমন্ত্রী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ জানার অধিকার প্রত্যেক ভারতীয়র রয়েছে। একমাসেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, পুলিস আসল সত্য উদঘাটন করতে ব্যর্থ। আমাদের অনুরোধ আপনি এই মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দিন।''
নির্ভয়া কাণ্ডে দোষীদের শাস্তি দিতে দীর্ঘ ৭ বছর লড়াই করেছিলেন। এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবিতে সরব হলেন নির্ভয়ার আইনজীবী সীমা সম্বৃদ্ধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কাছে তিনি সুশান্ত মামলায় CBI তদন্তের আর্জি জানিয়েছেন।
প্রসঙ্গত, নির্ভয়া কাণ্ডে দীর্ঘ সাত বছর নির্ভয়ার বাবা-মায়ের পাশে ছিলেন আইনজীবী সীমা। তিনি দোষীদের ফাঁসির সাজা দেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন।
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্তভার CBI-এর হাতে দেওয়ার জন্য অনেকেই আবেদন করেছেন। সম্প্রতি, বিহারের 'জন অধিকার পার্টি'র সভাপতি পাপ্পু যাদবের চিঠির উত্তরও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে চিঠিতে অমিত শাহ পাপ্পু যাদবকে লিখেছেন, ''আপনার চিঠি ২০২০র ১৬ জুন পেয়েছি। যেখানে আপনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার দায়িত্বভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার আবেদন করেছেন। আপনার চিঠি সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠানো হয়েছে।'' তবে এখনও পর্যন্ত এই মামলার তদন্তভার CBI-কে দেওয়া হচ্ছে কিনা তা স্পষ্ট নয়।
Post A Comment:
0 comments so far,add yours