সপ্তমীর দিন দেবীর আগমন ঘটে, আর দশমীর দিন দেবীর বিসর্জন বা বিদায়। এ বছর বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে দেবীর আগমণ ও গমন ।
• আপামর বাঙালির মনে আজ একটাই প্রশ্ন । এই করোনার আবহে দুর্গা পুজো আদৌ হবে তো? হাজারো দোলাচল মনের মধ্যে ভিড় করে আসছে । তাহলে কী এমনও দিন দেখতে হবে? সত্যিই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এ বছর ঢাকে কাঠি পড়বে না?
• এই দুশ্চিন্তার মধ্যেই দিনগুলো একে একে চলে যাচ্ছে । পুজো এগিয়ে আসছে ক্রমশই । এ বছরের পুজো কেমন হবে, তার ধারনা এখনও মানুষের মনে স্পষ্ট নয় । তবু পুজো জাঁকজমক করে হোক বা নমঃ নমঃ করেই হোক, মা তো সময় মেনেই আসবেন । তিথি মেনেই হবে তাঁর আগমণ ও গমন ।
• এ বছর করোনার কারণে পঞ্জিকা বের হয়নি । তবে মায়ের আগমণ ও গমণ কিসে চড়ে হচ্ছে তা জানার জন্য একটি সহজ পদ্ধতি রয়েছে । পঞ্জিকা ছাড়াই তা বোঝা যায় । সপ্তমীর দিন দেবীর আগমন ঘটে, আর দশমীর দিন দেবীর বিসর্জন বা বিদায়। দেবীর যাতায়াতের জন্য রয়েছে বিশেষ কিছু যান ।
• শাস্ত্রে লেখা রয়েছে, "রবৌ চন্দ্রে গজারূঢ়া ঘোটকে শনি ভৌময়োঃ। গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।।"'রবৌ চন্দ্রে গজারূঢ়া', অর্থাত্‍, রবিবার অথবা সোমবার যদি কোনও বছর সপ্তমী হয় তা হলে মায়ের আগমন ঘটবে গজে বা হাতিতে। দশমীর দিনও যদি রবি বা সোমবার পরে তাহলে মায়ের বিদায় হবে গজে।
• 'ঘোটকে শনি ভৌময়োঃ', শ্লোকটির অর্থ হলো সপ্তমী ও দশমী যদি শনিবার বা মঙ্গলবার হয়‌ তা হলে মায়ের আগমন ও বিসর্জন হবে ঘোটকে বা ঘোড়ায়।
• 'গুর শুক্রে চ দোলায়াং', এর অর্থ হল সপ্তমী এবং দশমী যদি বৃহস্পতিবার অথবা শুক্রবারে হয়ে থাকে তা হলে দেবীর আগমন ও বিসর্জন ঘটবে দোলায়‌
• 'নৌকায়াং বুধবাসরে', অর্থাত্‍ সপ্তমী ও দশমী যদি বুধবারে হয় তা হলে দেবীর আগমন ও বিসর্জন দুইই নৌকায় হবে।
• এটাই হলো শাস্ত্রের নিয়ম। আর এই নিয়মানুযায়ী চলতি বছর দুর্গা পুজোর সপ্তমী পড়েছে মঙ্গলবার এবং দশমী পড়েছে শুক্রবার। অর্থাত্‍ হিসেব মতো দেবীর আগমন হবে ঘটকে এবং দেবীর বিসর্জন বা বিদায় হবে দোলায়।
• শাস্ত্র মতে, দেবী দূর্গার গমনাগমন 'ঘটক'-এ হলে চরম বিশৄঙ্খলা এবং ক্ষয়ক্ষতি দেখা দেয় মর্তে৷ এক কথায় একে বলা হয়ে থাকে "ছত্রভঙ্গন্তরঙ্গমে"৷ শাস্ত্র মতে, দেবীর 'ঘটক'-এ গমনাগমন করেন মঙ্গলবার ও শনিবার৷ মঙ্গল গ্রহের সেনাপতি, তেজস্বী ও বীরদর্পী৷ আর শনি হল কূট বুদ্ধি সম্পন্ন, প্রায়শই অনিষ্টকারী৷ তাই দেবীর ঘোটকে গমনাগমন হলে এই দুই গ্রহাধিপতির প্রভাব পড়ে মর্তে ৷
• শাস্ত্র মতে, "দোলাং মড়কাং ভবেৎ" অর্থাৎ দোলায় গমনের ফল 'মড়ক'। দেবী দুর্গা যদি দোলায় চড়ে গমনাগমন করেন তার ফল মর্ত্যে বহু মৄত্যু ৷ এই বহু মৄত্যু হতে পারে প্রাকৄতিক দুর্যোগের কারণে কিংবা যুদ্ধ হানাহানির কারণে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours