৫০ শতাংশেরও বেশি কর্মীরা আবার বলছেন বাড়ি থেকেই ভাল ফলদায়ক কাজ হচ্ছে। বেশিরভাগ কর্মীই বাড়ি থেকে কাজ করেই কোম্পানির ভবিষ্যত নিয়ে আত্মবিশ্বাসী। সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অফিসের দলগতভাবে কাজ করা কিংবা কাজের পরিবেশ যে কিছুটা হলেও মনের কোণে সাড়া ফেলছে না, একথা ভুল। তবে করোনার এই আবহে বাড়িকেই অফিস বানিয়ে লড়তে ছাড়ছেন না কর্মীরা।
সংস্থার সিইও রমেশ নায়ার জানিয়েছেন, ভারতে অনেক কর্মীরাই ওয়ার্ক ফ্রম হোমে নিজেদের মানিয়ে নিয়েছেন। তবে অনেকেই অফিস যাওয়ার জন্য উদগ্রীব। কারণ তাঁরা অফিসের অভিজ্ঞতা বাড়িতে পাচ্ছেন না। ঠিক যেমন একটা বড় অংশের কর্মীরা অফিসে ফিরতে চাইছেন তার সঙ্গেই অনেকে বলছেন তাঁরা ভবিষ্যতে ওয়ার্ক ফ্রম হোম ও অফিসের মিশ্র কাজ চান।
Post A Comment:
0 comments so far,add yours