অবশেষে শহরে বর্ষার আগমন। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এদিন বিকেল হতেই তুমুল বৃষ্টি নামে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। বুধবারও সকাল থেকে শহরের আকাশ মেঘাচ্ছন্ন। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি এখনই কমবে না। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টি চলবে।
গত ১২ জুন উত্তর ও দক্ষিণবঙ্গে প্রায় একসাথে বর্ষা ঢুকেছে। এরপর থেকে উত্তরবঙ্গে রীতিমতো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানায়, দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাতের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিকটাই কমই থাকবে। রাজস্থান ও কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই অক্ষরেখার প্রভাবে একদিকে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে যেমন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেমনি পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, জম্মু-কাশ্মীর, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের কেরালা, কর্ণাটক-সহ বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours