প্রায় ১০ দিন দাম অপরিবর্তিতত থাকায় কিছুটা স্বস্তিতে ছিল সাধারণ মানুষ ৷ তবে রবিবার ফের দাম বাড়ল ডিজেলের ৷ এদিন ডিজেলের দাম লিটার প্রতি ১৬ পয়সা বৃদ্ধি করা হয়েছে ৷ তবে পেট্রোলের দামে কোনও বদল করা হয়নি ৷
প্রতিদিন সকাল ৬টায় সরকারি তেল সংস্থাগুলি তেলের দাম বদল করে থাকে ৷ নতুন দাম সকাল ৬টা থেকে লাগু করা হয় ৷ আনকল ১-এর পর থেকে লাগাতার বেশ অনেকদিন হু হু করে বেড়েছিল জ্বালানির দাম ৷ স্বাভাবিক ভাবে এর জেরে সমস্ত জিনিসের দামও বাড়তে থেকেছে বাজারে ৷ একদিকে করোনা ও লকডাউন অন্যদিকে মূল্যবৃদ্ধি ৷ সব মিলিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের ৷ তবে গত ১২ দিনে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷ প্রায় ১২ দিন পর ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি তেল সংস্থাগুলি ৷
Post A Comment:
0 comments so far,add yours