লকডাউনের পর ফের স্বমহিমায় মোবাইল ফোনের বাজার। তবে বাজারের যা ট্রেন্ড, তা চিনা মোবাইল সংস্থাগুলোর কাছে অশনি সংকেত। কোণঠাসা ভারতীয় সংস্থাগুলির জন্য নতুন সুযোগও বটে।ভারতে ১৫ হাজার কোটি টাকার বাজার চিনা সংস্থাগুলোর দাপাদাপি। কম ও মাঝারি দামের স্মার্টফোনের বাজারে মূলত ৪টি চিনা সংস্থার দাপট। লকডাউনের পর বিক্রিবাটা শুরু হতেই ভারতে মোবাইলের বাজারে অন্যরকম ট্রেন্ড।এপ্রিল-জুন, ২০২০-তে চিনা সংস্থার হাতে বাজারের ৭২% যা জানুয়ারি - মার্চ, ২০২০-তে চিনা সংস্থার হাতে ছিল বাজারের ৮১%কেন? বিশেষজ্ঞরা বলছেন, গালওয়ান এফেক্ট। লাদাখ পরিস্থিতির জেরে দেশে এখন প্রবল চিন বিরোধী হাওয়া। অনেকেই জেনে-বুঝে চিনের জিনিস বয়কট করছেন। চিনের নামি মোবাইল সংস্থাগুলোর কী অবস্থা? তথ্য তো বলছে, তাদের বিক্রি বেড়েছে।বাজার বিশেষজ্ঞরা বলছেন, সেলুলার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যে তথ্য দেয়, তা বিক্রির হিসাব নয়। মোবাইল নির্মাতা সংস্থা কত ফোন বাজারে পাঠাচ্ছে, তার হিসাব। বিক্রির হিসাবে দেখা যাচ্ছে চিনা সংস্থার ফোনের চাহিদা বেশ কিছুটা কমেছে। বরং কোণঠাসা হয়ে পড়া ভারতীয় মোবাইল সংস্থাগুলো ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours