সামরিক এবং কূটনৈতিক স্তরে সীমান্ত উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে ভারত এবং চিন৷ এই পরিস্থিতে কোনও পক্ষেরই এমন পদক্ষেপ করা উচিত নয়, যাতে উত্তেজনা আরও বাড়ে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাদাখ সফর নিয়ে এমনই প্রতিক্রিয়া জানাল বেজিং৷ চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র এ দিন ভারতীয় প্রধানমন্ত্রীর লাদাখ সফর নিয়ে এ কথা বলেছেন৷
প্রসঙ্গত এ দিনই আচমকা লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিমুতে ফরওয়ার্ড পোস্টে গিয়ে কম্যান্ডারদের সঙ্গে কথা বলে সীমান্তের প্রকৃত পরিস্থিতি বুঝে নেন তিনি৷ হাসপাতালে গিয়ে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি৷ পাশাপাশি লেহতে সেনা জওয়ানদের উদ্দেশে ভাষণ দেন তিনি৷
এ দিন লাদাখে গিয়ে চিনের নাম না করলেও কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতীয় ভূখণ্ডে চিনের দখলদারির চেষ্টার জবাব দিয়ে প্রধানমন্ত্রী নাম না করেই বলেন, 'বিস্তারবাদের যুগ শেষ, এখন বিকাশবাদের যুগ৷ বিস্তারবাদীরা বিশ্ব শান্তির প্রতি বিপজ্জনক৷ গোটা বিশ্ব বিস্তারবাদের বিরুদ্ধে একজোট হয়েছে৷ ইতিহাস সাক্ষী, বিস্তারবাদীদের দিন শেষ হয়ে গিয়েছে৷'
গত ১৫ জুন লাদাখের গালওয়ানে ভারত এবং চিনা বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে৷ কূটনৈতিক এবং সামরিক স্তরে একাধিক আলোচনাও হয়েছে৷ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সর্বশেষ আলোচনায় উত্তেজনা প্রশমনে দু' পক্ষই পিছু হঠার বিষয়ে সহমত হলেও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গা নিয়ে এখনও জটিলতা রয়েছে৷ এই পরিস্থিতিতে লাদাখে ভারতীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি প্রত্যাশিত ভাবেই চিন ভালভাবে নিচ্ছে না৷ বেজিং-এর পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই এখন দেখার৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours