প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় পরিচালক রজত মুখোপাধ্যায় ৷
#মুম্বই:ফের মৃত্যু বলিউডে ৷ প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় পরিচালক রজত মুখোপাধ্যায় ৷ রবিবার ভোর নাগাদ জয়পুরে নিজের বাড়িতেই মারা যান পরিচালক ৷ বহুদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন পরিচালক রজত মুখোপাধ্যায় ৷
মনোজ বাজপেয়ী ট্যুইটে জানালেন, ‘আমার বন্ধু ও আমার পরিচালক ৷ তোমার সঙ্গে আর কাজ নিয়ে কথা হলো না... ভালো থেকো !’
তাঁর মৃত্যুর খবর পেয়ে ট্যুইটে শোক প্রকাশ করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী ও পরিচালক হনসল মেহতা ৷
‘প্যায়ার তুনে কিয়া’, ‘লাভ ইন নেপাল’, ‘রোড’-এর মতো ছবি পরিচালনা করে জনপ্রিয় হয়েছিলেন বলিউডের এই বাঙালি পরিচালক ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে ৷
‘প্যায়ার তুনে কিয়া’, ‘লাভ ইন নেপাল’, ‘রোড’-এর মতো ছবি পরিচালনা করে জনপ্রিয় হয়েছিলেন বলিউডের এই বাঙালি পরিচালক ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে ৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours