শিলিগুড়িতে বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ। করোনার এই প্রবল সংকটের সময়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপও। আর তাই শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডে ছড়ানো হল গুপপি মাছ।
শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডের সেক্রেটারি বিশ্বময় ঘোষ জানালেন, প্রতি সপ্তাহে একবার করে মাছ ছাড়া হবে। এই মাছ মশার উপদ্রব অনেকটাই কমিয়ে দেবে বলে মনে করছেন অনেকে।
শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বেড়েই চলেছে মশার উপদ্রব। তাই এই ব্যবস্থা বলে জানিয়েছেন ১৪নং ওয়ার্ডের কোঅর্ডিনেটার শ্রাবনী দত্ত। তিনি জানালেন, এইভাবে প্রত্যেক সপ্তাহে একবার করে ছাড়া হবে গুপপি মাছ, যাতে মাছের কারণে কমে যায় মশা।
Post A Comment:
0 comments so far,add yours