আগামী দু’দিন দিল্লি-এনসিআরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৌসম বিভাগের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে ৷ প্রবল বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে যাতায়াতের সমস্যা হতে পারে সাধারণ মানুষের ৷ ২৯ ও ৩০ জুলাই বিকেল থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস ৷

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে ২৯ ও ৩০ জুলাই বিকেলে ৬৫ মিমি-র বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হতে পারে ৷ এর জেরে আগে থেকেই সকলকে সতর্ক করা হয়েছে ৷ এবং সমস্যা এড়ানোর জন্য আগে থেকেই পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে,‘বর্তমানে মনসুন ট্রফ হিমালয়ের পাদদেশে চলছে ৷ ২৮ জুলাই মনসুন ট্রফ দক্ষিণের দিকে এগোবে ও দিল্লি ও এনসিআর এর কাছ দিয়ে যাবে ৷ আরব সাগর থেকে দক্ষিণ-পূর্ব হাওয়া ও বঙ্গোপসাগর থেকে হাওয়া হরিয়ানা, দিল্লি-এনসিআর, পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তর-পূর্ব রাজস্থানে পৌঁছবে ৷ এর জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷’ তবে এখনও পর্যন্ত দিল্লিতে ২২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে ৷

মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ দক্ষিণের দিকে সরবে ২৯শে জুলাই। সমতলের দিকে সরবে এই রেখা ।এর ফলে দিল্লিসহ উত্তর প্রদেশ ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে ২৯ ও ৩১ শে জুলাই।পঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে ২৯ শে জুলাই থেকে ৩১ শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা।
বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা। অসম ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। হিমালয় সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই সিস্টেমের ফলে ২৯ ও ৩০ শে জুলাই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা।উত্তরাখণ্ড উত্তর প্রদেশ বিহার উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে কর্ণাটক উপকূল ও কেরালা উপকূল এলাকায় এবং তামিলনাড়ু জুড়ে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours