বৃহস্পতিবার লকডাউন, এলাকা এমনিতেই ফাঁকা। সকালে মেছোভেড়ির বাঁধের ওপর কিছুটা কর্দমাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। কাছে গিয়ে দেখেন এলাকার এক গৃহবধূ প্রায় অর্ধনগ্ন হয়ে পড়ে রয়েছেন।
রাতে হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গিয়েছে, বর তখনও ফেরেনি...বরকে খুঁজতেই বেরিয়েছিলেন স্ত্রী। কিন্তু নৃশংসতার শিকার হলেন। গণধর্ষণের পর পিছমোড়া হাত পা বেঁধে ফেলে রাখল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা হাড়োয়ার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছয়আনি এলাকায়।তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার পথে ওই গৃহবধূ গোটা বিষয়টি গ্রামবাসী ও পুলিসকে জানান। ঘটনায় এলাকারই কয়েকজন যুবক, মন্টু কাহার, জগবন্ধু দাস (কেলো), শুকদেব দাস সহ বেশ কয়েকজনের নাম উঠে আসছে।
হাড়োয়া হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় রয়েছেন ওই গৃহবধূ। আর এদিকে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গ্রাম। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ।
খবর সংগ্রহীত : Zee 24 Ghanta
Post A Comment:
0 comments so far,add yours