রোজই একটু একটু করে বাড়ছিল সোনার দাম। যদিও বৃহস্পতিবারে এসে সেই বৃদ্ধিতে কিছুটা লাগাম পড়েছে। সোনার দাম কিছুটা কমে হয়েছে ৪৮৯৭৭ টাকা। কিন্তু এই মাসেই সোনার দাম ছুঁয়েছিল ৪৯ হাজার টাকা। ছাড়িয়ে গিয়েছিল সমস্ত রেকর্ড। আজ যখন দাম কমতে শুরু করেছে, অনেকেই হয়ত ভাবছেন, এবার ধীরে ধীরে দাম কমবে সোনার! কিন্তু না। বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা।
মার্চ মাসে কম দাম থেকে ক্রমেই বাড়তে বাড়তে সোনার দাম এখন আকাশ ছোঁয়া। বিশেষজ্ঞরা বলছেন, এই ট্রেন্ডই বজায় থাকবে চলতি বছর জুড়ে। তাঁদের মতে, এই বছরের শেষে শোনার দাম পৌঁছে যেতে পারে প্রায় ৫৫ হাজার টাকার কাছাকাছি। প্রতি ১০ গ্রামে দামের নিরিখে নতুন রেকর্ড করতে পারে সোনা। ক্রমে সোনার দাম এতটা বাড়তে শুরু করেছে যে সোনায় নিশ্চিন্তে বিনিয়োগ করা যায়, এই মানসিকতা থেকেই ইদানীং লোকে সোনা কেনার দিকে ঝুঁকছেন।তাই বিশেষজ্ঞরা বলছেন, অদূর ভবিষ্যতে যাঁরা সোনার কেনার কথা ভাবছেন, তাঁরা এখনই কিনতে পারেন। কারণ, আগামী ছ’মাসে সোনার দাম আরও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে, এখন হাত গুটিয়ে বসে থেকে, পরে সোনার দাম কমার আশায় থাকলে আখেরে ঠকতেই হবে।
Post A Comment:
0 comments so far,add yours