ভাইরাস যে কীভাবে শরীরে ঢুকবে, সেসব টেরও পাওয়া যাবে না। কিন্তু কয়েকজন যেন পণ করে নিয়েছেন, করোনা ছড়াচ্ছে, ছড়াক। মাস্ক পরব না।
#কলকাতা: চিকিৎসকরা বারবার বলছেন, ভাইরাস আটকাতে মাস্ক মাস্ট। কিন্তু সে কথা কানে নিচ্ছে কে? মাস্ক তাই কানেই ঝুলছে। কারও মাস্ক থুতনিতে। কোথাও আবার কন্টেইনমেন্ট জোনে ব্যারিকেডের ভিতর জটলা। আর কবে হুঁশ ফিরবে?
এ কলকাতার মধ্যে না কি আরেকটা কলকাতা আছে। করোনাকালে অবশ্য কলকাতার মধ্যে আছে একগাদা কন্টেইনমেন্ট জোন। আর এখন মাস্ক ছাড়া বেরোন মানেই বিপদ। ভাইরাস যে কীভাবে শরীরে ঢুকবে, সেসব টেরও পাওয়া যাবে না। কিন্তু কয়েকজন যেন পণ করে নিয়েছেন, করোনা ছড়াচ্ছে, ছড়াক। মাস্ক পরব না। কন্টেইনমেন্ট জোন সত্ত্বেও বাড়িতে খিল দেওয়ারও বালাই নেই। সচেতনতা যে শিকেয় উঠেছে, সেই ছবিই ধরা পড়ল ৷
বেহালার মহারানি ইন্দ্রাদেবী রোড। নতুন কন্টেইনমেন্ট জোন। কিন্তু রবিবার কারওরই ঘরে থাকার মন নেই। ব্যারিকেডের ভিতরেই তাই জটলা। দূরত্ববিধিও উধাও।
কন্টেইনমেন্ট জোন অজয়নগর। কিন্তু গন্ডি মানছে কে। ব্যারিকেড ডিঙিয়ে দিব্যি চলছে যাতায়াত।
এসপ্ল্যানেডেও মাস্ক না পরার নানা অজুহাত।
করোনা কবে বিদায় নেবে, তা এখনও জানা নেই। কিন্তু সচেতনতার যে লেশমাত্র নেই, তা প্রতিদিনের ছবিগুলোই বলে দিচ্ছে।
Post A Comment:
0 comments so far,add yours