মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহি ৷ ভারত, আমেরিকা, রাশিয়ার মতো দেশ এর আগে লাল-গ্রহে অভিযান চালালেও এতদিন পশ্চিম এশিয়ার কোনও আরব দেশ এ ব্যাপারে আগ্রহ দেখায়নি ৷ নতুন কিছু করার চেষ্টা এবং ইচ্ছার ব্যাপারে বরাবরই মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলির তুলনায় এগিয়ে থাকে সংযুক্ত আরব আমিরশাহি ৷ এ বার মঙ্গল অভিযানে নামছে তারা ৷প্রথম কোনও আরব দেশ হিসেবে মহাকাশ এবং মঙ্গলগ্রহ সংক্রান্ত বিষয়ে এতটা আগ্রহ প্রকাশ করেছে আমিরশাহি ৷ সে দিক থেকে দেখতে গেলে এই অভিযান বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের ৷ প্রায় ৫ বছর ধরে এই মঙ্গল গ্রহে যাওয়ার মহাকাশযান তৈরি করেছে আমিরশাহি ৷ মানবহীন এই মঙ্গলযান জাপানের স্পেস সেন্টার থেকে ছাড়া হবে বলে জানানো হয়েছে ৷ ২১১৭-এর মধ্যে মঙ্গলে মানুষের বসতি গড়ে তোলাই লক্ষ্য সংযুক্ত আরব আমিরশাহির ৷ এই মঙ্গলযানটির নাম দেওয়া হয়েছে, ‘আল আমাল’ ৷
সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলগ্রহে পৌঁছতে এই মহাকাশযানটির সময় লাগবে প্রায় সাত মাস ৷ মঙ্গলগ্রহের বছর হয় ৬৮৭ দিনে ৷ এই গোটা সময় ধরে মহাকাশযানটি মঙ্গল গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে ৷ কক্ষপথ একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগবে ৫৫ ঘণ্টা ৷ মহাকাশযানটিতে খুব শক্তিশালী রেজোলিউশনের একটি মাল্টিব্যান্ড ক্যামেরা রাখা রয়েছে, যা খুব ছোট বা সূক্ষ্ম বস্তুরও অনায়াসে ছবি তুলতে পারে ৷
Post A Comment:
0 comments so far,add yours