ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল ডে উপলক্ষে যুব সম্প্রদায়কে নতুন নতুন স্কিল শেখার জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে চাকরির ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে৷ চাকরির প্রকৃতি বদলে যাচ্ছে৷ করোনা-পরবর্তী সময়ে নতুন স্কিল শিখতেই হবে৷ ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল ডে উপলক্ষে যুব সম্প্রদায়কে নতুন নতুন স্কিল শেখার জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বুধবার মোদি বলেন, 'বাজার, ব্যবসা-সহ সব ক্ষেত্রেই চটজলদি পরিবর্তন হচ্ছে৷ যুবকরা দ্রুত এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন৷ অনেকেরই অসুবিধা হচ্ছে৷ আমরা একটি পোর্টাল শুরু করেছি দেশের স্কিলড কর্মীদের চিহ্নিত করার জন্য৷ এর সাহায্যে বিভিন্ন সংস্থা সংশ্লিষ্ট স্কিলড চাকরিপ্রার্থীর সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবে৷'
প্রধানমন্ত্রী বলছেন, একজন সফল ব্যক্তি কখনওই নতুন স্কিল শেখা থেকে বিরত থাকেন না৷ তিনি প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করতে থাকেন৷ প্রধানমন্ত্রীর কথায়, 'আজকের দিনটি যুব সম্প্রদায়ের স্কিলকে উত্‍সর্গ করতেই পালন করা হয়৷ মিলেনিয়াল যুবকরাই নতুন স্কিল রপ্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি৷ আমাদের যুব সম্প্রদায়কে নতুন স্কিল শিখতেই হবে৷'
তিনি বলেন, 'স্কিল মানে তুমি যা নতুন শিখছো৷ কাঠ থেকে একটি চেয়ার তৈরি করাও একটা স্কিল৷ কাঠে ভ্যালু অ্যাড করে আরও গুরুত্বপূর্ণ করে তুললে তুমি৷ কিন্তু থেমে থাকলে চলবে না৷ স্কিলকে আরও বাড়াতে হবে৷ একেই আপস্কিল বলা হয়৷ এর ফলে আমরা আত্মনির্ভর হয়ে উঠব৷' উল্লেখ্য়,  স্কিল ইন্ডিয়া মিশনের এদিন পঞ্চম বর্ষপূর্তি হল৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours