বিবৃতি তে এই কোম্পানি জানিয়েছে যে তারা ফ্যাভিপিরাভিরকে বাজারে আনার বিষয়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (DGCI) ছাড়পত্র পেয়ে গিয়েছে। করোনায় বিভিন্ন ক্ষেত্রে রোগীদের উপর ফ্যাভিপিরাভির প্রয়োগে সুফল মিলেছে। ২৯ জুলাই থেকেই বিভিন্ন ওষুধের দোকান ও হাসপাতাল ফার্মাসিগুলিতে মিলছে এই ওষুধ। এমনটাই জানিয়েছে কোম্পানি।

মাত্র ৫৯ টাকায় করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ নিয়ে এল হেটেরো গ্রুপ। ফ্যাভিপিরাভিরকে বাজারে "ফ্যাভিভির" নামে নিয়ে আসছে এই বেসরকারি কোম্পানি।

এর আগে কোভিড চিকিৎয়ায় ব্যবহৃত রেমডেসেভিরকে "কোভিফর" নামে বাজারে এনেছিল হেটেরো গ্রুপ। এই হেটেরো গ্রুপ দেশের তো বটেই সারা বিশ্বে অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ প্রস্তুতিতে বিশ্বে প্রথম সারির কোম্পানি। তাঁদের দাবি হালকা থেকে মাঝারি উপসর্গযুক্ত করোনা রোগীর ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগে সুফল মিলতে পারে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours