• আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং সহ ৫ জেলায়। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের জেলাগুলিতে।
• বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে।সক্রিয় মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, আগ্রা, এলাহাবাদ, অম্বিকাপুর ও কেওনঝাড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাট ও পূর্ব উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমী ও দক্ষিণ পশ্চিমী হাওয়ায় ভর করে।
•এই সিস্টেমের প্রভাবে দক্ষিণের রাজ্য এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে একটানা বৃষ্টি হবে। ভারী বৃষ্টি মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে।কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা শহরে।
•কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য । ৪.৬ মিলিমিটার।
•আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের। আগামিকাল, রবিবার মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
• সোমবারেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস মূলত উপরের দিকের জেলাগুলিতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েকটি জেলাতে। মূলত উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিমের জেলাগুলি যেমন পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস শনি-রবিবার।
Advertisement
• কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি সোম, মঙ্গলবারের দিকে সামান্য ঝড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। বজ্রপাতের সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে।মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্তের জেরে উত্তাল হতে পারে সমুদ্র। মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাগুলিতে মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ আগামী ৪৮ ঘণ্টায়।
• কর্নাটক উপকূলে ‘অফ শোর জোন’ তৈরি হয়েছে ।এর প্রভাবে আগামী পাঁচ দিন গুজরাট, কঙ্কন, গোয়া, মহারাষ্ট্র এবং কর্নাটক উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কঙ্কন, গোয়া, মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় গুজরাতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস।আগামী ৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্য পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
• এর মধ্যে অসম, মেঘালয়ে বৃষ্টি বাড়বে মঙ্গল-বুধবার নাগাদ। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের অতি ভারী বর্ষণের সম্ভাবনা অসম ও মেঘালয়ে।রাজস্থানে ধুলিঝড়ের সম্ভাবনা আগামী ৪৮ ঘন্টায়।
Post A Comment:
0 comments so far,add yours