করোনা রোগীদের চিকিৎসার জন্য রাজ্যে আরও চার হাজার বেডের ব্যবস্থা করা হচ্ছে৷ এ দিন নবান্নে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, গত ৯ বছরে রাজ্যের সরকারি হাসপাতালগুলি এবং চিকিৎসা ব্যবস্থায় আমূল বদল এসেছে৷ সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এ রাজ্যই সেরা বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷



ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, কোথাও চিকিৎসা পরিষেবায় সামান্য দেরি হলেই বিরোধীরা তা নিয়ে আন্দোলন করছেন৷ কিন্তু কেন দেরি হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে না৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'যাঁরা আন্দোলন করছেন তাঁরা মানুষকে কী দিয়েছেন?' মুখ্যমন্ত্রীর অভিযোগ, করোনা রোগীদের চিকিৎসায় রাজ্য সরকারকে কোনও সাহায্যই করেনি কেন্দ্রীয় সরকার৷ ভেন্টিলেটর, পিপিই, মাস্ক কিছুই পাওয়া যায়নি৷ কার্যত খালি হাতেই রাজ্য সরকারকে লড়াই করতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ নির্বাচনের কথা ভেবেই বাংলার বিরুদ্ধে কুকথা প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর আরও দাবি, যে রাজ্য সরকারের এত সমালোচনা করা হচ্ছে, তারাই দেশের মধ্যে সবথেকে ভাল কাজ করছে৷
মুখ্যমন্ত্রী এ দিন আবারও দাবি করেছেন, কোমর্বিডিটির কারণেই অধিকাংশ করোনা আক্রান্তের মৃত্যু হচ্ছে৷ আবেদন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারেরও সীমাবদ্ধতা আছে৷ সরকারকে কাজ করতে দিতে ধৈর্য ধরার জন্যও অনুরোধ করেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বলেন, সুস্থ হয়ে যাওয়ার পরও ১৪ দিন হাসপাতালে রেখে করোনা রোগীদের ছাড়া হচ্ছে৷ সেই কারণে সুস্থতার হার কিছুটা কমেছে৷ প্রয়োজনে রোগী সুস্থ হয়ে যাওয়ার পরে ১৪ দিনের আগেই তাঁদের ছেড়ে দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, বহু ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলি থেকে রোগীদের শারীরিক অবস্থা হাতের বাইরে চলে গেলে সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে৷ কিন্তু তখন আর কিছু করার থাকছে না
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours