ভারতকে আত্মনির্ভর করেই এবার দেশের মাটিতেই তৈরি হবে রাশিয়ান কালাশনিকভ বন্দুক। এমনকি এই নিয়ে রাশিয়ার সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে এমনটাই জানানো হয়েছে নয়াদিল্লি থেকে। সেই সঙ্গে মার্কিন সংস্থার কাছ থেকে অ্যাসাল্ট রাইফেল কেনার জন্য মনস্থির করেছে ভারতীয় সেনা। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন সংস্থা সিগ সরের সঙ্গে ৭২ হাজার ৪০০ টি অ্যাসাল্ট রাইফেল কেনার চুক্তি করেছিল মোদী সরকার। অত্যাধুনিক অ্যাসাল্ট রাইফেল কেনার মাধ্যমে ভারতীয় সেনার শক্তি আরও বৃদ্ধি করল।মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থা সিগ সর-এর সঙ্গে অত্যাধুনিক অস্ত্র কেনার জন্য ভারত প্রায় ৬৪৭ কোটি টাকা করচ করেছে। এখানেই শেষ নয় সংবাদ সংস্থার খবর অনুসারে ভারতীয় সেনাবাহিনী দেশের সশস্ত্র বাহিনীর হাতে বেশ কিছু অর্থনৈতিক ক্ষমতা অনুসারে আরও ৭২ হাজার সিগ ৭১৬ রাইফেলের অর্ডার মার্কিন সংস্থাকে দিতে চলেছে। এই রাইফেলের সাহায্যে ৫০০ মিটার দূরের লক্ষ্যতেও নিখুঁত ভাবে হামলা করা যায়। সেই সঙ্গে এতে রয়েছে ১৬ ইঞ্চির ব্যারেল, টেলিস্কোপিক স্টক। ফ্রন্টলাইন সেনা জওয়ানরা এই রাইফেল ব্যবহার করে থাকে শত্রু নিধনের জন্য।
শত্রুপক্ষের মোকাবিলা করতে ভারতীয় সেনাবাহিনী এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। জুলাইয়ের শেষই ভারতের হাতে ফ্রান্স থেকে আসতে চলেছে রাফাল যুদ্ধ বিমান। মার্কিন সংস্থা বোয়িং শুক্রবার ভারতের হাতে তুলে দিয়েছে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি ২২টি এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার ও ১৫টি সিএইচ-৪৭এফ(আই) চিনুক হেলিকপ্টার। যা নিখুত ভাবে শত্রুপক্ষের উপর নজরদারি ও মোকাবিলা করতে সক্ষম। অ্যাপাচের নীচে ৩০ মিমি কামান রয়েছে যা দুই মিনিটেরও কম সময়ে ১২০০ রাউন্ড গুলি চালাতে পারে। এটি হেলফায়ার মিসাইল ছাড়াও ৮০ টি রকেট বহন করতে পারে যা অন্ধকারে লক্ষ্যগুলি সনাক্ত করতে আঘাত হানতে সক্ষম।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours