প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে দিন কাটছে ৷ সংসার চালানোর সামর্থ্য নেই এমন বহু মানুষের ৷
করোনার জেরে সব ব্যবসারই অবস্থা অত্যন্ত খারাপ ৷ লাভের মুখ দেখছেন না অধিকাংশ ব্যবসায়ীরাই ৷ দীর্ঘ লকডাউনের পর আনলকেও অবস্থার বিশেষ বদল ঘটেনি ৷ কী ভাবে সংসার চলবে, তা নিয়ে চিন্তায় বহু মানুষ ৷
গুজরাতের সুরাত হিরে ব্যবসার জন্য অত্যন্ত জনপ্রিয় ৷ করোনার ব্যাপক প্রভাব পড়েছে হিরে ব্যবসাতেও ৷ দীর্ঘ দিন কাজ হারা বহু হিরে কারিগররাও ৷ সংসার চালানোর মতো উপায় নেই অনেকেরই ৷ এমনই এক শ্রমিক শনিবার শহরের এক ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন !
Post A Comment:
0 comments so far,add yours