চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৮ টা ৩৮ মিনিট থেকে। চলবে ১১ টা ২১ পর্যন্ত।বছরের তৃত্বীয় চন্দ্র গ্রহণ হবে রবিবার। জুলাইয়ের ৫ তারিখ। চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৮ তা ৩৮ মিনিট থেকে। চলবে ১১ টা ২১ পর্যন্ত। ২ ঘণ্টা ৪৩ মিনিট পর্যন্ত চলবে চন্দর গ্রহণ। এই গ্রহণকে উপচ্ছায়া গ্রহণ বলা হচ্ছে। তাই এই গ্রহণ প্রভাব ভাল হবে না। এই চন্দ্রগ্রহণের সময় এই কাজগুলি ভুলেও করবেন না।
গ্রহণকে একদম দেখবেন না খালি চোখে। এই সময় খাবার খাবেন না। বা রাঁধবেন না। গ্রহণ কেটে গেলে অবশ্যই স্নান করে নেবেন। চন্দ্র গ্রহণ শেষ হওয়ার পর আগে থেকে রেখে দেওয়া বাসি খাবার খাবেন না। যদি দুধ জাতীয় কিছু থাকে তাহলে তাতে আগে থেকে তুলসী পাতা দিয়ে রাখুন।
গ্রহণের সময় এই সমস্ত নিয়ম বেশি মানুন গর্ভবতী মহিলারা। কারণ তাঁদের ওপর প্রভাব পরে বেশি। গ্রহণ শুরু হলে ভগবানের বিগ্রহ ছোঁবেন না। পুজোও করবেন না ওই সময়টায়।গ্রহণ চলাকালীন সময়ে কখনই চুল বা নোখ কাটবেন না। 
গ্রহণের সময় মাংস বা মদ্য পান একেবারেই করা যাবে না। গ্রহণের পর দানকে শুভ মানা হয়। আপনি গ্রহণের পর যেকোনো সাদা খাদ্য দ্রব্য দান করুন।গ্রহণের সময় কোনও শুভ কাজ শুরু করবেন না।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours