প্রচন্ড বৃষ্টিতে ব্রিটিশ আমলে তৈরী ১০৪ বছরের ব্রিজের পায়া আচমকাই ভেঙে পড়লো। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার লোকসান বাজারে। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ব্রিজের সড়ক পথ ধরেই কেরন চা বাগান, চেংমারী চা বাগান হয়ে, গোমতু ভূটান যাওয়ার একমাত্র পথ।
স্বভাবিকভাবেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের উদাসীনতা নিয়ে। ওয়াকিবহাল মহলের মানুষের মতে একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে অথচ প্রশাসনের কোনো নজরদারি নেই। উল্লেখ্য কিছু দিন আগে কোচবিহারের ৩৫ বছরের পুরনো এক ব্রিজ এই ভাবেই ভেঙে পড়েছিল।
প্রাচীন কালের এই সেতুটি ১৯১৬ সালে নির্মাণ করেছিলেন বুদ্ধিমান সর্দার নামে এক বাঙালি ঠিকাদার। এই সেতুটির নকশা করেছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিলেন অসোয়ালডস র্যানথেল। এই মুহুর্তে প্রশাসন থেকে এই সেতু দিয়ে যান চলাচল সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours