গ্রাহকদের জন্য একই সঙ্গে বড়সড় ধাক্কা এবং খুশির খবর নিয়ে হাজির Airtel। বেসরকারি এই টেলিকম সংস্থার তরফে ২,৩৯৮ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দেওয়া হল। এই প্ল্যানের আওতায় ৩৬৫ দিনের ভ্যালিডিটি-সহ প্রত্যহ ১.৫ জিবি করে হাইস্পিড ডেটা উপভোগ করতে পারতেন গ্রাহকেরা। এই প্ল্যানটিই এবার হয়ে দাঁড়াচ্ছে ২,৪৯৮ টাকার। পুরনো প্ল্যানের মতোই সব অফার উপভোগ করা যাবে এতে। তবে Reliance Jio-কে ধাক্কা দিতে এবার সম্পূর্ণ বিনামূল্যে ৬ জিবি ডেটার অফার দিতে চলেছে Airtel।

সম্প্রতি Airtel-এর তরফে 'ফ্রি ডেটা কুপন' অফার চালু করা হয়েছে। যে সব গ্রাহকেরা Airtel Thanks অ্যাপ ব্যবহার করে ২১৯ টাকা বা তার বেশি আনলিমিটেড প্ল্যান রিচার্জ করে থাকেন, তারাই উপভোগ করতে পারবেন বিনামূল্যে ৬ জিবি অবধি ডেটার অফার।

Airtel গ্রাহকরা যে অতিরিক্ত ৬ জিবি ডেটা উপভোগ করতে পারবেন, তার বৈধতা হবে ৮৪ দিন পর্যন্ত। বেসরকারি টেলিকম সংস্থা Airtel-এর তরফে বলা হয়েছে যে , ইউজারেরা My Airtel অ্যাপের My Coupons সেকশন থেকে অফারটি পেতে পারেন। যদিও সংস্থার তরফে এ-ও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, এই অফারটি কেবলমাত্রই কিছু প্রি-সিলেক্টেড ইউজারদের জন্য। অর্থাৎ যাঁদের ফোনে এই সংক্রান্ত বিনামূল্যে ৬ জিবি ইন্টারনেট উপভোগ করার মেসেজ পাবেন, তাঁরাই উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়। ঠিক যে দিন এই মেসেজ আসবে, সেদিনই রিচার্জ করিয়ে নিতে হবে, এই বিষয়টিও পরিষ্কার করে দিয়েছে Airtel।

সম্প্রতি Airtel-এর তরফে 'ফ্রি ডেটা কুপন' অফার চালু করা হয়েছে। যে সব গ্রাহকেরা Airtel Thanks অ্যাপ ব্যবহার করে ২১৯ টাকা বা তার বেশি আনলিমিটেড প্ল্যান রিচার্জ করে থাকেন, তারাই উপভোগ করতে পারবেন বিনামূল্যে ৬ জিবি অবধি ডেটার অফার।

Airtel-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, গ্রাহকরা ২১৯ টাকা, ২৪৯ টাকা, ২৭৯ টাকা, ২৯৮ টাকা, ৩৪৯ টাকা বা ৩৯৮ টাকার প্ল্যান রিচার্জ করলে ১ জিবি ডেটার দুটি কুপন পাবেন। অর্থাৎ মোট ২ জিবি ফ্রি ডেটা পাওয়া যাবে। এই ডেটার বৈধতা ২৮ দিন। অন্যদিকে, ৩৯৯ টাকা , ৪৪৯ টাকা এবং ৫৫৮ টাকার প্ল্যান বেছে নিলে পাওয়া যাবে ১ জিবি ডেটার চারটি কুপন, যেগুলির মেয়াদ হবে ৫৬ দিনের জন্য। অন্যদিকে যে সব গ্রাহকরা ৫৯৮ টাকা এবং ৬৯৮ টাকার প্রিপেইড প্ল্যানগুলি রিচার্জ করবেন, তাঁরা ১ জিবি ডেটার ছয়টি কুপন পেয়ে যাবেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours