মাদ্রাজ হাইকোর্টে দায়ের হওয়া আবেদনে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাম রয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ অনলাইন গেম অ্যাপকে প্রচার করছেন তাঁরা। দেশের আইকন বিরাট এই কাজ করে দেশের যুব সমাজকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন বলেও আদালতে জানিয়েছেন ওই আইনজীবী।
জানা গিয়েছে, সম্প্রতি অনলাইন জুয়ায় অনেক টাকা দেনা হয়ে যাওয়ায় এক তরুণ আত্মহত্যা করেছেন। তার প্রেক্ষিতেই মাদ্রাজ হাইকোর্টে আবেদন দাখিল করেন আইনজীবী সূর্যপ্রকাশম। যার জন্য এত বড় ঘটনা সেই অনলাইন গেম অ্যাপটিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার জন্য তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছেন। এই অনলাইন গেমকে ব্লু-হোয়েলের সঙ্গে তুলনা করেছেন চেন্নাইয়ের আইনজীবী সূর্যপ্রকাশম।
মহারাষ্ট্রে করোনা টেস্টের কথা বলে মহিলার গোপনাঙ্গ থেকে নাকি নমুনা সংগ্রহ! গ্রেফতার ল্যাব টেকনিশিয়ান।
জানা গিয়েছে, অভিযোগকারিণী অমরাবতীর এক শপিং মলে কর্মরত। ২৪ জুলাই তাঁদের এক স্টাফের কোভিড পজিটিভ ধরা পড়ে। এর পর মলের জনা ২৫ স্টাফ অমরাবতীর ওই ল্যাবে গিয়ে সোয়াব টেস্ট করাতে দেন। ওই ২৫ জনের মধ্যে অভিযোগকারিণী মহিলাও ছিলেন।
স্থানীয় বাদনেরা থানার ইনস্পেক্টর বানজারি সংবাদ সংস্থাকে জানান, মঙ্গলবার অমরাবতীর ওই মলের ২৫ জন স্টাফের নাক থেকে সোয়াব সংগ্রহ করা হয়েছিল। এর পর ওই মহিলাকে আলাদা করে ডেকে, কোভিড টেস্টের অছিলায় ফের গোপনাঙ্গ থেকে সোয়াব সংগ্রহ করে অভিযুক্ত।
ঘটনায় হতচকিত মহিলা থানায় অভিযোগ দায়ের করলে, মঙ্গলবার রাতেই ওই ল্যাব টেকনিশিয়ান গ্রেফতার হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ (৩৭৬) ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
নারীকল্যাণ মন্ত্রী যশোমতি জানান, অমরাবতীর কালেক্টর শৈলেশ নাভালের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, অভিযুক্ত টেকনিশিয়ান গ্রেফতার হয়েছে। তাকে রেয়াত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের টেস্ট করা যাবে না বলে তিনি পরিষ্কার জানিয়ে দেন।
অমরাবতী থেকেই দেশ প্রথম মহিলা রাষ্ট্রপতি (প্রতিভা পাটিল) পেয়েছিল। সেই জেলায় এমন এক ঘটনা মাথা হেঁট করে দিয়েছে বলেই মনে করেন নারীকল্যাণ মন্ত্রী।
এদিকে, গোটা দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৪,৮০০। একদিনে মৃত্যু হয়েছে ৭৮৩ জনের। দেশে সংক্রামিত বেড়ে হয়েছে ১৬ লক্ষ ৩৯ হাজার ১৮৪। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৭৮৬।
১৯৫৭ সালে বিশ্বে প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করে করে নজির সৃষ্টি করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সেই কৃত্রিম উপগ্রহের নাম ছিল স্পুটনিক ১। করোনার প্রতিষেধক আবিষ্কারকে সেই ঘটনার সঙ্গে তুলনা করেছেন রাশিয়ার সভরেন ওয়েল্থ ফান্ডের প্রধান কিরিল ডিমিত্রিত। তিনি বলেছেন, 'করোনার প্রতিষেধক আবিষ্কার স্পুটনিক মুহূর্ত। স্পুটনিকের সাফল্য মার্কিনিদের বিস্মিত করেছিল। ভ্যাকসিনের ক্ষেত্রেও ওই একই ঘটনা ঘটতে চলেছে। ফের প্রথম সাফল্য স্পর্শ করবে রাশিয়া' এই তহবিল থেকে রাশিয়ায় করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য চলতি গবেষণায় অর্থের যোগান দেওয়া হচ্ছে।
চলতি বছরের মধ্যে নিজেদের দেশে পরীক্ষামূলক কোভিড-১৯ ভ্যাকসিনের ৩ কোটি ডোজ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে রাশিয়া। এ ছাড়া বিদেশে যাতে আরও ১৭ কোটি ভ্যাকসিন উৎপাদন করা যায়, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে তারা।
অন্যদিকে, NSE-তে সবথেকে বেশি লাভবানের তালিকায় আছে ডক্টর রেড্ডি'জ ল্যাব, সান ফার্মা, উইপ্রো, বেদান্ত এবং মারুতি সুজুকি ইন্ডিয়ার নাম। এই পাঁচ সংস্থার শেয়ার দর ১.২১ শতাংশ থেকে ৪.৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
করোনা পরিস্থিতির কারণে আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা দু’মাস বাড়াল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। ২০১৮-’১৯ অর্থবর্ষের রিটার্ন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সময়সীমা।
বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমান তাঁর সরকারি টুইটার হ্যান্ডলে জানিয়েছেন, ‘‘কোভিড অতিমারির কারণে করদাতাদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে ২০১৮-’১৯ অর্থবর্ষের জন্য (অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৯-’২০) আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।’’ আয়কর দফতরের তরফে এ সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।
পুলিস ইন্সপেক্টর অনন্ত নারুথে জানান, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ আশুতোষ বাকরের মৃত্যুর খবর আসে। নিয়ম মেনে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আশুতোষের বাবার সঙ্গেও বলা হয়েছে কথা। তবে আত্মহত্যার জন্য ওই মারাঠি অভিনেতা কাউকে দায়ি করেননি। ফলে সমস্ত দিক পুলিস খতিয়ে দেখতে শুরু করেছে বলে খবর।
তবে বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন আশুতোষ। অবসাদের জেরেই কি নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন মারাঠি অভিনেতা! তা খতিয়ে দেখছে পুলিস। তবে অবসাদের জেরে আশুতোষ কোনও চিকিতসকের পরামর্শ নিচ্ছিলেন কি না কিংবা ওষুধ খাচ্ছিলেন কি না, সে বিষয়েও জানা যায়নি কিছু। পাশাপাশি আশুতোষের অভিনেত্রী স্ত্রী ময়ূরী দেশমুখও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
কলকাতা সহ গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। রাজ্য স্বাস্থ্য দফতর মঙ্গলবার যে বুলেটিন প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২,১৩৪। প্রথম থেকেই জ্বরের সঙ্গে করোনার সম্পর্কের উপরই জোর দেওয়া হচ্ছিল। কিন্তু জ্বর দেখেই কি করোনা বলা যায়? শহরের চিকিৎসকদের কাছে যে সমস্ত রোগী আসছেন, যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের প্রত্যেকেরই কি জ্বর ছিল? তাপমাত্রা মেপে জ্বর না থাকলে নিরাপত্তা সংক্রান্ত একটা আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে। আর এখানেই সাবধান করছেন চিকিৎসকরা।
রাজ্যে করোনা সংক্রমণ ছড়ানোর সময় থেকেই বেলেঘাটা আইডি অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছিল। প্রথম থেকেই করোনা সন্দেহে রোগীদের ভর্তি, বিদেশ ফেরতদের পরীক্ষা নিরীক্ষা, অন্য রাজ্য থেকে আসা মানুষের শারীরিক পরীক্ষা-সহ যাবতীয় করোনা সম্পর্কিত কার্যকলাপ এখানেই হচ্ছিল। কিন্তু করোনা সংক্রমণ রাজ্যের বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শরীরে থাবা বসালেও, কাবু করতে পারেনি করোনা চিকিৎসার আঁতুড়ঘর হিসেবে চিহ্নিত বেলেঘাটা আইডিকে। হাসপাতালে কর্তব্যরত কেউ প্রথমদিকে করোনা আক্রান্ত না হওয়ায় অনেকটাই স্বস্তিতে ছিল কর্তৃপক্ষ।
তবে এপ্রিলের শুরুর দিকে দুই সাফাইকর্মী প্রথম করোনা আক্রান্ত হন। এরপর জুন মাসের মাঝামাঝি আইডি হাসপাতালের কর্মী আবাসনের সাত জন করোনা আক্রান্ত হওয়ার পর কিছুটা আতঙ্ক দানা বাঁধে। তারপরও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল।
বুধবার সেই বেলেঘাটা আইডি হাসপাতাল জুড়েই তীব্র আতঙ্ক। মঙ্গলবার আইডি হাসপাতালের ৩০ জনের লালারস পরীক্ষা করা হয়। বুধবার রিপোর্ট আসলে দেখা যায় এর মধ্যে ২৫ জনই করোনা পজিটিভ। ১৬ জন নার্স, ফার্মাসিস্ট, চতুর্থ শ্রেণীর কর্মচারী, ওয়ার্ড বয়, নিরাপত্তারক্ষী-সহ একসাথে ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদের পরিবারেও বেশ কয়েকজন করোনা আক্রান্ত।
এদিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ১১৫টি করোনা বেড থাকায় আক্রান্ত সবাইকে ভর্তি নিয়ে জটিলতা তৈরি হয়। বিক্ষোভ দেখায় আক্রান্তরা ও তাদের পরিবারের সদস্যরা। আক্রান্ত অনেকেরই বক্তব্য, পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই কাজ করতে হচ্ছে। তাঁদের দাবি, করোনা আক্রান্ত হওয়ার পরেও সবাই আইডি হাসপাতালে যদি ভর্তি না হতে পারেন, তবে কেন এতো ঝুঁকি নিয়ে কাজ করবেন তাঁরা!
তবে একসঙ্গে ১৬ জন নার্স আক্রান্ত হওয়ার পরেও পরিষেবায় কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালের উপাধ্যক্ষ আশিষ কুমার মান্না। তাঁর মতে, হাসপাতালের যা পরিকাঠামো, তাতে কোনও কর্মীর আতঙ্কিত হওয়ার কারণ নেই। স্বাস্থ্য দফতর প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। রোগী পরিষেবা অক্ষুণ্ণ থাকবে।
প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১ কোটি ৬৬ লক্ষ ৬৭ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৫৬ হাজার ৯৭৮ জনের। ভারতেও করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। প্রতিদিনই ৪৫-৪৬ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনায়। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তকে দ্রুত শনাক্ত করা এবং তাঁর চিকিৎসা শুরু করাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাই করোনা পরীক্ষার ফলাফলের প্রক্রিয়াকে আরও গতিশীল করতে র্যাপিড টেস্ট কিট বানাচ্ছে ভারত-ইজরায়েল।
দু’দেশের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে একটি অত্যাধুনিক র্যাপিড টেস্ট কিট। বিজ্ঞানীদের দাবি, এই টেস্ট কিটের সাহায্যে মাত্র ৩০ সেকেন্ডেই মিলবে করোনা পরীক্ষার ফলাফল। এ প্রসঙ্গে একটি টুইট বার্তায় ইজরায়েলের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই র্যাপিড টেস্ট কিট ভারত ও ইজরায়েলের বাজারে চলে আসবে।