নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট থেকে মিলেছে অবসাদ কাটানোর ওষুধ। তবে কোনও সুইসাইড নোট মেলেনি, আত্মহত্যার খবর নিশ্চিত করে জানাল পুলিস। মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই সুশান্তের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভাবা হাসপাতালে পাঠিয়েছে পুলিস। ময়নাতদন্তের পর ফরেন্সিক টেস্টের জন্যও পাঠানো হবে বলে মুম্বই পুলিসের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই সুশান্তের বাড়ির পরিচারিকা ও বন্ধুদের বয়ান নিয়েছে পুলিস। অভিনেতার কল রেকর্ডও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এদিকে সুশান্তের মৃত্য়ুর খবর, মিলতেই তাঁর বান্দ্রার ফ্ল্য়াটের নিজে ভিড় করেন তাঁর অগণিত ভক্ত।
এদিকে সুশান্তের মৃত্যুর খবরে হতবাক তাঁর ঘনিষ্ঠ বন্ধুরাও। তাঁরাও বিষয়টি যেন বিশ্বাস করতে পারছেন না।
Post A Comment:
0 comments so far,add yours