মুখ্যমন্ত্রী এই ট্যুইট করার পরেই সংবাদসংস্থা এএনআই জানায়, সোমবার চিনের সেনার সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে৷
#কলকাতা: লাদাখে চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনা অফিসার এবং জওয়ানদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটারে শহিদ কর্নেল এবং সেনা জওয়ানদের বলিদানকে শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, 'গালওয়ান উপত্যকায় দেশের সেবায় তিন ভারতীয় সেনার চূড়ান্ত বলিদানকে আমি স্যালুট করি৷ এই বীর সৈনিকদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই৷ ভগবান তাঁদের এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি দিন৷'
মুখ্যমন্ত্রী এই ট্যুইট করার পরেই সংবাদসংস্থা এএনআই জানায়, সোমবার চিনের সেনার সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে৷ যদিও সরকারি ভাবে এ বিষয়ে কিছু জানায়নি ভারত৷
প্রাথমিক ভাবে যে তিন ভারতীয় সেনার মৃত্যুর খবর পাওয়া যায়, তাঁদের মধ্যে একজন কর্নেল সন্তোষ বাবু৷ তিনি তেলেঙ্গানার বাসিন্দা৷
তবে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিনা প্ররোচনায় চিন একতরফা ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা বদলের চেষ্টা করাতেই সোমবার রাতে সংঘর্ষ বাঁধে দু' পক্ষে৷ ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে দিল্লিতেও তৎপরতা তুঙ্গে৷ মঙ্গলবার রাতেই লাদাখ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও কথা বলেন তিনি৷ তিন বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours