চিনকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইতিমধ্যেই চাপ বাড়াতে শুরু করেছেন বিরোধীরা৷
#নয়াদিল্লি: ভারত সব সময় শান্তির পক্ষে৷ কিন্তু কেউ উস্কানি দিলে তার যথাযথ জবাব দিতে সক্ষম ভারত৷ লাদাখে চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতীয় জওয়ানদের মৃত্যুর ঘটনায় এই প্রতিক্রিয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
শহিদ জওয়ানদের বীরত্বকে প্রণাম জানিয়ে প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাঁদের বলিদান ব্যর্থ হতে দেওয়া হবে না৷তিনি বলেন, 'আমাদের বীর জওয়ানরা মারতে মারতে মরেছেন৷ গোটা দেশ তাঁদের জন্য গর্বিত৷'
প্রধানমন্ত্রী বলেন, 'আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না৷ আমাদের জন্য দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব সবার আগে৷ ভারত শান্তি চায়, কিন্তু প্ররোচিত করলে যে কোনও অবস্থায় যথাযথ জবাব দেওয়ার ক্ষমতা রাখে৷এই নিয়ে কারও কোনও সন্দেহ থাকা উচিত নয়৷'
লাদাখের গালওয়ানে সোমবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত এবং চিনের সেনাবাহিনী৷ প্রথমে ভারতের তিন জন সেনার মৃত্যুর খবর পাওয়া গেলেও মঙ্গলবার জানা যায়, এই সংঘর্ষে ভারতের ২০ জন সেনার মৃত্যু হয়েছে৷ আহত আরও অনেক জওয়ান৷ চিনকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইতিমধ্যেই চাপ বাড়াতে শুরু করেছেন বিরোধীরা৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, কূটনৈতিক আলোচনা চললেও চিনের প্রতি নরম মনোভাব দেখানো হবে না৷ ভারতের বিদেশমন্ত্রক মঙ্গলবারই জারি করা বিবৃতিতে সোমবারের সংঘর্ষের জন্য চিনের একতরফা মনোভাবকে দায়ী করেছিল৷
Post A Comment:
0 comments so far,add yours