তুমুল গতিতে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ তীব্রতার এই মাত্রা রোজদিনের মতো রবিবারও নতুন রেকর্ড করল ৷ ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেছে প্রায় ২০ হাজার ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী নতুন করে সংক্রমিত হয়েছে ১৯,৯০৬ জন ৷ ২৪ ঘণ্টায় মৃত ৪১০ জন ৷ আর নতুন এই সংক্রমিতের সংখ্যা নিয়ে মোট করোনা ভাইরাস সংক্রমিত ৫ লক্ষ ২৮ হাজার ৮৫৯ ৷ আর সারা দেশে মৃতের সংখ্যা ১৬০৯৫ ৷ Photo- Representative
সারা দেশে করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস ২,০৩,০৫১ ৷ এই মহামারীতে মারা গেছেন ১৬,০৯৫ জন ৷ এখনও অবধি ভারতে করোনা সংক্রমণ থেকে ঠিক হয়ে গেছেন ৩,০৯,৭১২ জন ৷ এখনও অবধি করোনা সংক্রমণের সবচেয়ে বেশি কেস মহারাষ্ট্রে ৷Photo- Representative
Post A Comment:
0 comments so far,add yours