নিজস্ব প্রতিবেদন : গোটা দেশ জুড়ে শিথিল করা হচ্ছে লকডাউন। আনলক পর্ব শুরু হলেও, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে দিনের পর দিন ধরে। ফলে আনলক পর্বে শ্যুটিং শুরুর তোড়জোড় শুরু হলেও, তাতে একেবারেই খুশি নন শক্তি কাপুর। ফলে মেয়ে শ্রদ্ধা কাপুরকে কোনওভাবেই এই মুহূর্তে বাইরে বেরিয়ে শ্যুটিং করার অনুমতি শক্তি কাপুর দিচ্ছেন না বলে খবর।
রিপোর্টে প্রকাশ, শ্রদ্ধা কাপুরকে কোনওভাবেই শ্যুটিং ইউনিটে যেতে দিচ্ছেন না শক্তি। তিনি বলেন, কাজ অবশ্যই ভীষণ প্রয়োজনীয়। তাই বলে কারও জীবনের বিনিময়ে নয়। বর্তমানে যে অবস্থা, তাতে বাইরে বেরনো উচিত নয়। বাইরে বেরিয়ে কাজ করে হাসপাতালে বিল মেটানোর চেয়ে, ঘরে চুপচাপ বসে থাকাই শ্রেয় বলেও মন্তব্য করেন বলিউডের এই অভিনেতা।
পাশাপাশি কোভিড ১৯-এ কেউ আক্রান্ত হলে, তাঁর চিকিতসার জন্য হাসাপাতালগুলি যেন হা করে বসে রয়েছে। মানুষের সুবিধা অসুবিধার কথা না ভেবেই বেসরকারি হাসপাতালগুলি যেন মানুষকে লুটেপুটে নিচ্ছে বলেও ক্ষোভ উগরে দেন শক্তি। তাই কাজের তুলনায় নিজের সন্তানদের জীবন ও নিরাপত্তা তাঁর কাছে অনেক বেশি প্রয়োজনীয় বলেও মন্তব্য করেন শক্তি কাপুর।
Post A Comment:
0 comments so far,add yours