দক্ষিণেশ্বর, বেলুড়মঠ, কালীঘাটের পর এ বার মন্দির খোলার তোড়জোড় শুরু করে দিয়েছে তারাপীঠও । আগামী সপ্তাহেই দ্বার খুলবে মন্দিরের ।
#তারাপীঠ:মা তারা’কে আর স্পর্শ করা যাবে না, এমন সিদ্ধান্ত নিতে চলছে তারাপীঠ মন্দির কমিটি। গর্ভগৃহে ঢুকে মাতারা’কে স্পর্শ করে অঞ্জলি, পুজো নিবেদন করতে পারবেন না পুণ্যার্থীরা। তবে এই নিয়ম কিছুদিনের জন্য। এখন গর্ভগৃহের বাইরে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলেই যাতে মায়ের দর্শন পান সেই ব্যবস্থা রাখছে মন্দির কমিটির। করোনা সংক্রমণ রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
মন্দিরের মূল তিনটি গেটের স্যানিটাইজার টানেল বসানো হয়েছে। তাপমাত্রা মেপে মন্দিরে প্রবেশ করানো হবে। মেডিক্যাল ক্যাম্প করা হবে একটি। আগামিকাল, রবিবার একটি বিশেষ মিটিংয়ের আয়োজন করেছে মন্দির কমিটি । সেই মিটিংয়ের শেষে কোভিড পরবর্তী নিয়মবলী সম্বন্ধে সকলকে জানানো হবে ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours